শিলচর: অপহরণ ও গণধর্ষণের অভিযোগে রবিবার আসামের করিমগঞ্জ জেলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানাযায়, গ্রামের বাসিন্দা মেয়েটি তার পরিচিত একজনের ফোন পেয়ে শনিবার সন্ধ্যায় বাড়ীতে কাউকে না বলেই যায়।
কিন্তু মেয়েতি ঘটনাস্থলে পৌঁছার পর পরিচিত লোকটি অপরিচিত অন্য তিনজনের সাথে তাকে জোর করে একটি গাড়িতে তুলে দেয়। তারা মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
মেয়েটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা গভীর রাতে নীলামবাজার থানার দ্বারস্থ হয়।
নীলমবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপজ্যোতি মালাকারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই রাতে করিমগঞ্জ থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে দলগ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে।
রবিবার দলগ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণের অভিজুক্তদের পুলিশ গ্রেপ্তার করে। অভিজুক্তরা হল রহিম উদ্দিন, নাসির উদ্দিন ও সুলেমান আলী। সবাই দলগ্রামের বাসিন্দা।
মেয়েটির ডাক্তারি পরীক্ষা পর নিলাম্বাজার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, মেয়েটিকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে।
তবে অপরাধের সাথে জড়িত সকল অপরাধীকে ধরতে পুলিশি অভিযান চলছে।
ধর্ষিতা মেয়েটি নীলমবাজার থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারা একজন মহিলাকে অপহরণ বা প্ররোচিত করা এবং ৩৭৬ ডি ধারায় গণধর্ষণের ১৩০/২২ নম্বরে মামলা নথিভুক্ত করেছে। গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে।