শিলং, ১১ ডিসেম্বর : মেঘালয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ শের মেঘালয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর শিলং আসছেন তৃণমূল সুপ্রিমো।
তিনি এদিন শিলং-এর স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে দলীয় কর্মীদের সম্মেলনে ভাষণ দেবেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে গত বছরের নভেম্বরে কংগ্রেসের ১১ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের চোখ পড়েছে ২৩ শের মেঘালয় বিধানসভা নির্বাচনের দিকে।
ষাটটি আসন বিশিষ্ট উত্তরপূর্ব রাজ্যের মেঘালয়ের বিধানসভা নির্বাচন আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা।
মেঘালয় তৃণমূল সুত্রের খবর অনুসারে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে টার্গেটে রেখে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। তিনি বলেন, মেঘালয়ের মানুষ রাজ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃত্বাধীন সরকারের কাজকর্মে খুশি নয়। পাঁচ বছরে রাজ্যের উন্নয়নের জন্য এই সরকার কিছুই করেনি, এমনকি রাজ্য পরিচালনার ক্ষেত্রে এনপিপি সরকারকে অযোগ্য হিসাবে বর্ণনা করেন।