মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১১ ডিসেম্বর : হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রতনপুর জিপির ভজন্তীপুর দ্বিতীয় খন্ডে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনে লেগে পুড়ে ছাই হয় এক ব্যক্তির বাসগৃহ।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা রাতে হঠাৎ করে বিদ্যুৎ শর্টসার্কিটে ভজন্তীপুর দ্বিতীয় খন্ডের দিনমজুর সেলিম উদ্দিন লস্করের বাসগৃহে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরটি ঘ্রাস করে নেয়। বাড়ির লোকের চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
রাস্তাঘাটের দিক দিয়ে অনুন্নত এই এলাকায় অগ্নিনির্বাপক বাহিনী গাড়ি নিয়ে আসার সুবিধা না থাকায় দীর্ঘ সময় আগুন দাউ দাউ করে জ্বলে।
এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে পুরো ঘর পুড়ে ছাই হয়ে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুৎ শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে এলাকাবাসী অনুমান করেছেন।
আগুনে পুড়ে যাওয়া বাসগৃহের মালিক অসহায় দিনমজুর সেলিম উদ্দিন লস্কর জানান, তার ঘরে থাকা জামা কাপড় বিছানা থেকে শুরু করে ধান, চাল এবং ছেলেমেয়েদের খাতা, কলম, বই, পুস্তক সহ বিভিন্ন নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে সেলিমের গোটা পরিবার।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের দাবি জানান স্থানীয় রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা।
সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মহিম উদ্দিন লস্কর বলেন, দিনমজুর সেলিম উদ্দিন লস্করের একটি চক্ষু অন্ধ রয়েছে, কোনমতে হাজিরা কাজ করে জিবিকা নির্বাহ করে আসছেন।
প্রায় চারজনের সংসার বহু কষ্টের মধ্যে অতিবাহিত হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে আচমকা এই মহা বিপদ পড়েছে।
তাই স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের দৃষ্টি আকর্ষণ করে সরকারি সাহায্যের দাবি জানান। সোসাইটির পক্ষে অন্যান্যদের মধ্যে ছিলেন সম্পাদক সাহনাজুল হক লস্কর ও সহসম্পাদক মওলানা রফিক উদ্দিন লস্কর প্রমুখ।