হাইলাকান্দি ছরাটিকর মোকামের বাৎসরিক উরুস মহফিল ১২ ফেব্রুয়ারি

Spread the love

আসছেন দেশ-বিদেশের আহলেসুন্নত ওয়াল জমাতের খ‍্যাতনামা উলামায়ে কেরাম ও পীর মাশায়েখরা

হাইলাকান্দি প্রতিনিধি, ১৭ ডিসেম্বর : হাইলাকান্দি শহরতলীর রাঙ্গাউটি ছরাটিকর মোকামের সৈয়দ শাহনূর (র:) এর বাৎসরিক উরুস মহফিল আগামী ১২ ফেব্রুয়ারী রবিবার মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শুক্রবার মোকাম পরিচালন কমিটির সভার পর একথা জানানো হয়েছে।

এদিন মোকাম পরিচালনা কমিটির স্থায়ী সভাপতি আজির উদ্দিন চৌধুরীর পৌরহিত্য আয়োজিত সভায় বিগত বছরের উরুস মহফিলের আয় ব্যায়ের হিসেবে নিকাশ তুলে ধরেন মোকাম কমিটির সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দু’জন হিসাব পরিক্ষক নিয়োগ করে হিসাব নিকাশের ভেরিফিকেশন করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারীর বাৎসরিক উরুস মহফিলকে সুষ্টভাবে সম্পন্ন করতে এদিন বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে মোকাম কমিটি।

এবারের উরুস মহফিল অন্যান্য বছরের মতো দিবারাত্রি অনুষ্ঠিত হবে।

১২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮ ঘটিকা থেকে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উরুস মহফিল অনুষ্ঠিত হবে।

উরুস মহফিলে বরাক উপত্যকা সহ দেশ-বিদেশের আহলেসুন্নত ওয়াল জমাতের খ‍্যাতনামা উলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন।

মহফিলে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে মোকাম কমিটি।

উরুস মহফিলের জন্য এবার ৬ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। মোকামের এই সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা আহলেসুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মীরা, অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, তৈয়বুর রহমান লস্কর, রফিক উদ্দিন চৌধুরী, সৈয়দ শাহ নুরিয়া হাফিজিয়া আপ্তাবিয়া মাদ্রাসার অধীক্ষক ক্বারি ফয়েজ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token