গুয়াহাটি, ১৭ ডিসেম্বর : ভারত এবং চিনের মধ্যে তাওয়াংয়ে যে ভুখণ্ডকে কেন্দ্র করে দিন কয়েক আগে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই এলাকাটিকে নাকি ভারতে অন্তর্ভুক্তই করতে চাননি দেশের তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু।
এমনটাই দাবি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর। তাঁর দাবি, তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করার পিছনে মূল ভূমিকা ছিল দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের।
খাণ্ডু বলছেন, ইতিহাসের এমন অধ্যায় আছে যা আমাদের দেশের নাগরিকদের পড়ানো হয়নি এই অধ্যায়টাও তেমন।
পেমা খাণ্ডুর দাবি, ‘তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করাটা পুরোপুরি সর্দার প্যাটেলের সিদ্ধান্ত ছিল। সেসময় অরুণাচল প্রদেশের নামও অরুণাচল প্রদেশ হয়নি। তখন এই এলাকার শাসনের দায়িত্ব ছিল অসম প্রশাসনের উপর। এর নাম ছিল NEFA বা নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, সে সময়ের সর্দার প্যাটেলের ইচ্ছাতেই অসমের রাজ্যপাল জয়রামদাস দৌলতরাম জেনারেল বব খাটিংকে তাওয়াঙে ভারতের পতাকা উত্তোলন করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রায় দু’মাস লেগে গিয়েছিল পতাকা উত্তোলনের অনুমতি পেতে।
পেমা খাণ্ডুর এই মন্তব্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-চিন বর্তমান সমস্যার জন্য পণ্ডিত নেহরুকে দায়ী করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, নেহেরুর আমলেই ভারতের হাজার হাজার কিলোমিটার জমি দখল করেছে চিন। তার ঠিক পরই বিজেপি শাসিত অরুণাচলের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কংগ্রেসকে আরও কোণঠাসা করবে বলে মনে করা হচ্ছে।