শিলচর, ১৭ ডিসেম্বর : কাছাড় জেলার নরসিংপুর এলপি স্কুলের শিক্ষিকা সুস্মিতা দাসের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হল দুই হৃদয়গ্রাহী ব্যক্তির সহযোগীতায়।
গুয়াহাটি কামরুপের বাসিন্দা নরসিংপুর এলপি স্কুলের শিক্ষিকা সুস্মিতা দাস দুই বছর আগে কাছাড় জেলার নরসিংহপুর ব্লকের একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে পোস্টিং পেয়েছিলেন।
তিনি শিলচর অম্বিকাপট্টির একটি ভাড়া ঘরে থেকে প্রতিদিন অটোতে করে স্কুলে যাওয়া আসা করেন, আজও তিনি অটো করে অম্বিকাপট্টির ভাড়া ঘরে ফিরছিলেন।
রঙ্গিরকাড়িতে অটো থেকে নেমে ঘরের দিকে যাওয়ার সময় হ্যান্ডব্যাগ খুলে দেখেন মোবাইল নেই। মোবাইল হেরে গেছে বুঝতে পেরে আতঙ্কিত হয়ে কাঁদতে থাকেন।
কিন্তু তাকে সহযোগিতায় এগিয়ে আসেন বিশ্ব দেবনাথ। তিনি ওই শিক্ষিকাকে কাঁদতে বিষয়টি জানতে চান, শিক্ষিকা মোবাইল হারানোর কথা বললে বাইকে করে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
বিশ্ব সেখানে পিকলু রায় নামের পরিচিত অন্য একজনকে পেয়ে যান, তাঁর সঙ্গে ঘটনাটি শেয়ার করলে পুলিশে শিক্ষিকা পুরো ঘটনা বর্ণনা করেন।
পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোবাইল ট্র্যাক করে অটো থেকে উদ্ধার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেন। দেখা যায় সুস্মিতা স্কুল থেকে যে অটো করে ফিরছিলেন সে অটোতে মোবাইলটি রেখেছিলেন। অটো চাওলকেরও অজানা ছিল।
সুস্মিতা তার মোবাইল খুঁজে পাওয়ার পর রঙ্গিরকড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ টিম সহ বিশ্ব দেবনাথ ও পিকলু রায়কে ধন্যবাদ জানিয়ে আনন্দে কেঁদে ওঠেন। তিনি কল্পনাও করতে পারেন না যে দু’জন অচেনা ব্যক্তি তাকে এভাবে সাহায্য করবে।