গণআওয়াজ প্রতিনিধি, হাইলাকান্দি : অবশেষে সরকারের বিরুদ্ধে মুখ খোললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।
রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের নীরবতায় সাধারণ মানুষের মধ্যে বিরোপ প্রতিক্রিয়া দিয়েছিল।
বিশেষ করে বরাক উপত্যকার বিরোধী দলগুলোর সন্দেহজনক নীরব। এরমধ্যে কাটিগড়ার বিধায়ক খলিলের ভুমিকাও ছিল।
কিন্তু এবার আসাম মালার কাজে ব্যাপক দুর্নীতি, অসঙ্গতি, স্বজন পূষণ ও অনিয়মের অভিযোগ উত্থাপন করে কার্যত বিরোধী দলের একজন বিধায়কের পরিচয় দিয়েছেন।
বৃহস্পতিবার তিনি তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে সরাসরি মুখ না খুলে ঠিকাদারকে টার্গেটে নিয়ে বিরোধী দলের বিধায়কের ভুমিকা পালন করেছেন।
বিধায়ক খলিল, আসাম মালার কাজে সরকারি গাইডলাইনকে উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেন।
তাঁর অভিযোগ, শিলচর-কাঠিগড়া রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে, তাই কাজ চলা অবস্থায় ভেঙ্গে পড়ছে।
গত দুই বছর থেকে এই রাস্তার কাজ বহিঃ রাজ্যের এক ঠিকাদার করছেন বলে উল্লেখ করে বিধায়ক বলেন, সাধারণ মানুষ তার উপর যে ভরসা করেছিল বাস্তবে বিপরীত হচ্ছে।
রাস্তার কাজে ব্যাপক অসঙ্গতি ও নিম্নমানের কাজের জন্য এবং স্লো গতিতে কাজ করার জন্য সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
তাঁর প্রশ্ন, আসাম মালার রাস্তার কাজে রাজ্য সরকার কোটি কোটি টাকা মঞ্জুরি দিলেও আসামের ঠিকাদারদেরকে বঞ্চিত করে বহিরাজ্যের ঠিকাদারদের কেন বরাত দেওয়া হয়?