জুলি দাস
করিমগঞ্জ, ২৪ ডিসেম্বর : ‘প্রজেক্ট সহায়তা’র অধীনে শুক্রবার ১৩ জন দুস্থ, অসহায় বৃদ্ধ ব্যক্তিকে কম্বল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে করিমগঞ্জ লিটল এঞ্জেলস স্কুল কিডজির পক্ষ থেকে।
বিদ্যালয়ের দুই শাখায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রত্যেকের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল, ফলমূল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।
করিমগঞ্জে লিটল এঞ্জেলস স্কুল, কিডজি আত্মপ্রকাশ করার পর থেকেই ‘প্রজেক্ট সহায়তা’র অধীনে দুর্গাপূজা, ইদ সহ বিভিন্ন উৎসব ইত্যাদিতে দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
বন্যার সময়ও বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। এছাড়া সম্প্রতি রেডক্রসের যন্ত্রাংশ ক্রয় করার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের স্টেশন রোড এবং বিপিনপাল রোডের ভবনে পৃথক পৃথকভাবে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তেরো জন দুস্থ এবং অসহায় বৃদ্ধ ব্যক্তিদের হাতে কম্বল, ফলমূল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষা অরুন্ধতী সোমদেব, দুই শিক্ষিকা যথাক্রমে অনুরাধা চক্রবর্তী, জয়িতা চক্রবর্তী, ঝুমা আচার্য সহ প্রজেক্ট সহায়তার অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানগুলোতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও সামিল হয়েছিল। উল্লেখ্য, ভিভজিওর সোসাইটির পরিচালনায় চলে করিমগঞ্জের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান লিটল এঞ্জেলস স্কুল, কিডজি।