হাইলাকান্দি প্রতিনিধি, ২৬ ডিসেম্বর : রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধী বিধায়কদের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনোয়ার হোসেন লস্কর।
তিনি সম্প্রতি বটদ্রভা সহ বিভিন্ন স্থানে উচ্ছেদ নিয়ে বিরোধী বিধায়কদের নীরব ভুমিকার কঠোর সমালোচনা করেন।
আইনজীবী আনোয়ার হোসেন লস্কর বলেন, রাজ্যের উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধী বিধায়কদের ভূমিকা নৈরাশ্ব্য জনক।
শুক্রবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে রাজ্যব্যাপী সরকারের উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় তিনি দু-একজন বিরোধী বিধায়ক ছাড়া অন্যান্যদের নীরব ভুমিকার সমালোচনা করেন।
আইনজীবী আনোয়ার হোসেন লস্কর বলেন, সরকারের জমি অবৈধভাবে দখলকারীদেরকে উচ্ছেদ নিয়ে আইনী বিধান রয়েছে।
কিন্তু এসব বিধি বিধান নিয়ে খুব কম সংখ্যক বিরোধী বিধায়করা ওয়াকিবহাল রয়েছেন। তাই উচ্ছেদিতদের নিয়ে বিরোধী বিধায়কদের মায়াকান্না আর দায়সারা মনোভাবের কঠোর সমালোচনা করে বলেন, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত।