শালচাপড়া, ২৬ ডিসেম্বর : রবিবার সন্ধ্যায় শালচাপরা শ্মশান ঘাটের সামনে শিলচর-করিমগঞ্জ ৩৭ নং জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে।
শিলচর থেকে করিমগঞ্জ অভিমুখে যাওয়া AS-10-C-4132 এক যাত্রীবাহী ট্রাভেলার এবং করিমগঞ্জ থেকে শিলচরের দিকে আসা AS-11-H-1445 নাম্বারের একটি বলেরো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আহত হয়েছেন অনেক যাত্রী। তাদেরকে শালচাপড়া পুলিশের তৎপরতায় চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে সংবাদ লেখা পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার এবং চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় যোগদান দেন বিশিষ্ট সমাজসেবী শংকর শীল ও মিঠুন নাথ, বাবলু দাস, জাকির হোসেন লস্কর প্রমূখ।