সোনাইছড়া এল পি স্কুলের সামূহিক উৎসবে ব‍্যাপক সাড়া, ভবন নির্মাণে অর্থ বরাদ্ধ করার দাবী

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৬ ডিসেম্বর : অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষামূলক কার্যসূচিতে রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের দুল্লভছড়া ১নং ক্লাস্টারে সোনাইছড়া এল পি স্কুলে সামূহিক উৎসব উদযাপন করা হয়েছে।

সকাল দশটায় প্রধান শিক্ষক সঞ্জয় সিং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। সহযোগিতায় ছিলেন পরিচালন সমিতির সভাপতি রাধেশ্যাম হরিজন ও সহ শিক্ষক বিচিত্র দাস।

জানা যায় স্কুলটি ১৯৮২ ইংরেজি সালে স্থাপিত হয়েছে। ২০১৩ ইং স্কুলটি সরকারিভাবে প্রাদেশিক্ষিত করা হয়।

কিন্তু আজ পর্যন্ত স্কুল গৃহ নির্মাণের জন্য সরকারিভাবে সাহায্য না পাওয়াতে স্কুল পড়ুয়া সহ শিক্ষকদের বিপদের ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে। বর্ষার মৌসুমে স্কুল গৃহটি ভেঙ্গে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ছবি- এই বাঁশে সাঁকো দিয়ে স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীদের।

তাছাড়া পড়ুয়াদের বাসের সাঁকো দিয়ে স্কুলে পারাপার করতে হয়। সামূহিক উৎসবে স্কুলের প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা ধামাইল, নিত্য, গান পরিবেশন করে থাকেন।

এতে সামাজিক দিক দিয়ে একে অপরকে জানার সুযোগ সুদৃঢ় হচ্ছে বলে উপস্থিত জনেরা মতামত ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন দুল্লভছড়া জিপির ১০ নং ওয়ার্ড সদস্য রাম ভরত হরিজন, শ্যাম কুমার যাদব, নবদ্বীপ সিনহা, কৃষ্ণ মহান লোয়ার, সুমন দাস, সহ অন্যান্যরা। সভায় উপস্থিত জানেরা রামকৃষ্ণ নগর শিক্ষা খণ্ডে আধিকারিকের নিকট পাকা গৃহ প্রদানের জন্য আবেদন রাখেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token