শিলচর, ৩ সেপ্টেম্বর, শনিবার : নিজের স্ত্রী এবং ১১ বছর বয়সের মেয়ের গলা কেটে হত্যা করলেন আসাম রাইফেলস-এর এক জওয়ান।
ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার শিলচরে। পুলিশ সূত্রে জানাগেছে ৩৫ বছর বয়সী ঘাতক আসাম রাইফেলস-এর জওয়ানের নাম রবিন্দ্র কুমার।
তিনি শ্রীকোনায় আসাম রাইফেলস-এ কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন।
শুক্রবার উত্তপ্ত তর্ক-বিতর্কের পর স্ত্রী মনিকা ডোগরা এবং নাবালিকা কন্যা ঋদ্ধি বাদগালকে হত্যা করেছে ওই জওয়ান।
নাবালিকা কন্যা ঋদ্ধি এবং স্ত্রী মনিকাকে গুরত্বর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুলিশ ঘাতক জওয়ান রবীন্দ্র কুমারকে গ্রেপ্তার করেছে এবং আইপিসির ধারায় একটি মামলা দায়ের করেছে।