করাচি, ৮ জানুয়ারী : বর্তমানে পাকিস্তানে আটার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অনেক এলাকায় ২০ কেজি আটার প্রায় ৩ হাজার পাকিস্তানি টাকা।
অর্থাৎ ১ কেজি আটার দাম ১৫০ টাকায় পৌঁছেছে। বাজারে ভর্তুকিযুক্ত আটার মজুদ অনেকটাই কমে গেছে। পরিস্থিতি এমন যে পাকিস্তান সরকারকে অনেক এলাকায় কম দামে আটার ব্যবস্থা করতে হচ্ছে।
কিন্তু তারপরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানুষ ছুটছে আটার প্যাকেট পেতে যানবাহনের পেছনে। আটার প্যাকেট পেতে অনেক এলাকায় পদদলিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, সস্তায় আটার প্যাকেটের জন্য এক ব্যক্তির প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।