গঙ্গা বিলাশ ক্রুজ? ৫১ দিনের ভ্রমন টিকিট ২০ লক্ষ টাকা! সুইজারল্যান্ডের ৩১ জন যাত্রী নিয়ে শুরু করেছে যাত্রা

Spread the love

বারাণসী, ১৪ জানুয়ারি : পতাকা উড়িয়ে গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গঙ্গা বিলাস বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ। এটি আগামী ৫১ দিনের মধ্যে বারাণসী থেকে বাংলাদেশে যাত্রা করবে।

এই ক্রুজে ভ্রমণকারীরা পাবেন পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা। ভ্রমণকালে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও পরিচিত হবে মানুষ।

আজ তকের রিপোর্ট অনুযায়ী, গঙ্গা বিলাসের প্রথম যাত্রায় অংশ নেবেন সুইজারল্যান্ডের ৩১ জন। ক্রুজে ৪০ জন ক্রু সদস্যও থাকবেন। মানে প্রথম যাত্রায় মোট ৭১ জন যাচ্ছেন।

যাত্রীদের বিনোদনের জন্য ক্রুজে থাকবে গান-বাজনার বর্ণাঢ্য অনুষ্ঠান। স্বাস্থ্য ভালো রাখতে এবং ফিট থাকার জন্য ক্রুজে তৈরি করা হয়েছে সেরা জিমও।

বিলাসবহুল গঙ্গা বিলাস ক্রুজের ক্ষমতা একবারে ৩৬ জন যাত্রী বহন করার। এসব যাত্রীদের নিরাপত্তার জন্য আধুনিক ব্যবস্থাও করা হয়েছে।

এই ব্যবস্থার কারণ প্রথমবারের মতো একটি নদী ক্রুজ এত দীর্ঘ ভ্রমণে বেরিয়েছে।

ক্রুজের পরিচালক রাজ সিং এক বিশেষ আলাপচারিতায় জানান, তাঁর ক্রুজে বিলাসবহুল সব সুবিধা দেওয়া হয়েছে।

বারাণসী জেলা ম্যাজিস্ট্রেট এস.কে. রাজালিঙ্গম জানান, শুক্রবার, ১৩ জানুয়ারি ক্রুজটি ৩২০০ কিলোমিটার যাত্রায় ছাড়বে।

জিম, স্পা, সেন্টার এবং লেকচার হাউসের পাশাপাশি গঙ্গাবিলাসে একটি লাইব্রেরিও তৈরি করা হয়েছে। এই যাত্রায় ক্রুজ বারাণসী থেকে ডিব্রুগড় পৌঁছবে।

গঙ্গা বিলাস ক্রুজের বৈশিষ্ট্য হচ্ছে একদিনের ক্রুজের টিকিটের দাম প্রায় ২৫,000 থেকে ৫০,000 টাকা। ৫১ দিনের পুরো যাত্রার জন্য একজন ব্যক্তিকে প্রায় ২০ লক্ষ টাকা দিতে হবে। তার মানে একজন সাধারণ মানুষকে এটিতে ভ্রমণের আগে অনেক চিন্তা করতে হবে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token