কাঞ্চিপুরম, তামিলনাড়ু, ১৪ জানুয়ারি : তামিলনাড়ুর কাঞ্চিপুরমে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। এ সময় ওই ছাত্রের সঙ্গে তার এক বন্ধুও ছিল। ছাত্রী ও তার বন্ধুকে ছুরি দেখিয়ে হুমকি দিয়েছে অভিযুক্তরা।
পরে বন্ধুর সামনেই ছাত্রীকে গণধর্ষণ করেছে পাঁচজন। অন্ধকারের কারণে অভিযুক্তদের মুখ দেখতে পায়নি ওই ছাত্রী।
শুধু একজন আসামির নাম শুনেছিলেন। পুলিশ প্রথমে একজন অভিযুক্তকে, তারপর বাকি চার অভিযুক্তকেও গ্রেফতার করেছে।
বন্ধুকে ঘিরে রেখে সঙ্গে দাঁড়িয়ে ছিল পাঁচজন!
ইন্ডিয়া টুডে-এর প্রমোদ মাধবের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারি বৃহস্পতিবার। বেঙ্গালুরু-পুদুচেরি হাইওয়ের কাছে।
১২ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী এক বন্ধুসহ স্কুলের কাছে দাঁড়িয়ে ছিল। দুজনেই আলাপ করছিল। এসময় তাদের দুজনকে ঘিরে ধরে পাঁচজন।
তথ্য অনুযায়ী, পাঁচ জনের একটি দল ছাত্রী ও তার বন্ধুকে ছুরি দেখিয়ে হুমকি দেয়। এরপর ছাত্রীকে গণধর্ষণ করে। অভিযুক্তরা ওই ছাত্রীকে হত্যা করে সেখানে পুঁতে ফেলারও হুমকি দেয়।
সুযোগ নিয়ে ওই ছাত্রী ও তার বন্ধু সেখান থেকে পালিয়ে স্বজনদের কাছে পৌঁছায়। স্বজনরা ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে ঘটনাটি পুলিশকে জানায়।
ওই ছাত্রী পুলিশকে জানায়, আলোর অভাবে অভিযুক্ত কাউকে চিনতে না পারলেও এক অভিযুক্ত অন্য অভিযুক্তকে সুবিমল নামে ডাকছিল।
ছাত্রের দেওয়া এই তথ্যের ভিত্তিতে পুলিশ সুবিমল নামে অভিযুক্তকে খুঁজতে শুরু করে। পুলিশ বিমলকে ভিপাদু গ্রামে খুঁজে বের করে এবং পালানোর চেষ্টা করার সময় তাকে ধরে ফেলে।
বিমলের মাধ্যমে পুলিশ অন্য চার অভিযুক্তকেও খুঁজে বের করে। এই গণধর্ষণের অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে মণিকন্দন, শিবকুমার, বিঘ্নেশ এবং থেনারসু নামে।
পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।