সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২১ জানুয়ারি : দীর্ঘ পাঁচ বছর থেকে বিভিন্ন এলাকার ভক্তদের আর্থিক সহযোগিতায় দুল্লভছড়ার মডেল কৃষ্ণনগর গ্রামে শ্রী রামকৃষ্ণ মণ্ডপে ভগবত পাঠ ও নগর কীর্তন চালিয়ে যাচ্ছিলেন স্থানীয়রা।
কিন্তু দুই বছর থেকে বিদেশী ভক্তরাও উক্ত স্থানে অংশগ্রহণ করায় ভক্তদের সমাগম বৃদ্বি পেয়েছে।
এবারও ১৭ জানুয়ারি থেকে ২০পর্যন্ত ভগবত পাঠ ও নগর কীর্তনে রাশিয়া থেকে অবতার কৃষ্ণ দাস, সুলক্ষনা দেবী দাসী, সারগেই প্রভু, আনা মাতাজী ও মায়াপুরের সীমন্তিকা সিংহ নগর কীর্তনে অংশগ্রহণ করেন।
তাঁরা দুল্লভছড়া, রামকৃষ্ণনগর, বিদ্যানগর, মুলিওয়াল ও আওয়ালালায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে নগর কীর্তন প্রধান সড়ক গুলি পরিক্রমা করেন।
তাঁদের এই পরিক্রমায় স্থানীয় ভক্তদের উপস্থিতি ছিল দৃষ্টি আকর্ষণ করার মত। এদিকে কৃষ্ণনগর গ্রামের শ্রী রামকৃষ্ণ মণ্ডপে চলছে ভাগবত পাঠ।
আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বিদেশী ভক্তদের উপস্থিতিতে চালবে।