নতুন দিল্লি , ২১ জানুয়ারি : ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেশ জুড়ে। প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠান উপলক্ষে ভারতে আসছেন বিশিষ্ট অতিথিবর্গ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি ২৪-২৬ জানুয়ারি পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবেন। তিনিই এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথিও।
বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহর সঙ্গে আসছেন পাঁচজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। মিশরের সেনাবাহিনীর একটি দলও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
রাষ্ট্রপতি ফাত্তাহকে ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একই সন্ধ্যায় তাঁর সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজ আয়োজন করবেন।
রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
বিদেশমন্ত্রী ড০ এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ফাত্তাহর সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন।