নতুন দিল্লি, ২১ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি নামহীন দ্বীপের নামকরণ করা হবে।
অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদীও। স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দ্বীপগুলির নামকরণ করা হবে পরমবীর চক্র বিজয়ীদের নামে।
পরাক্রম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম নামহীন দ্বীপের নাম পরিবর্তনের অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করবেন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং নেতাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী দ্বীপ সফরের সময় রস দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রাখেন।
নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে শহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ করা হয়। দেশের বাস্তব জীবনের নায়কদের যথাযথ সম্মান জানানোকে প্রধানমন্ত্রী বরাবরই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই চেতনায় এগিয়ে যাওয়ার জন্য এখন ২১টি বড় দ্বীপের নাম ২১ জন পরমবীর চক্র বিজয়ীর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।