আগরতলা, ২২ জানুয়ারি : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস জোটে যোগ দেবে না রবিবার সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, দলের প্রার্থীদের প্রচার করতে তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় আসবেন।
টিএমসি আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস জোটের সাথে নির্বাচনী বোঝাপড়া তৈরি করতে যাবেনা, কারণ কমিউনিস্ট শাসনামলে ভুক্তভোগী অনেক কংগ্রেস নেতা ও কর্মী তাদের নিজের দলকে ভোট দেবেন না।
তৃণমূল নেতা বলেন, আমাদের মূল্যায়ন হল সিপিআইএম-কংগ্রেস ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যা ঘটেছে একই পরিণতির মুখোমুখি হবে, তাই আমরা এটি থেকে দূরত্ব বজায় রাখব।
বিশ্বাস বলেছিলেন তৃণমূল কংগ্রেস সেই আসনে নির্বাচনে লড়বে যেখানে দলের জয়ের সুযোগ রয়েছে, তবে অন্যান্য দলের সাথে নির্বাচনী বোঝাপড়ার জন্য দরজা খোলা রয়েছে।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৬ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ত্রিপুরায় আসবেন এবং তিনি একটি রোডশোতে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে আগামী ২ ফেব্রুয়ারি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও নির্বাচনী প্রচারে আসার কথা রয়েছে বলে জানিয়াছেন বিশ্বাস।
অভিষেক উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং সেপাহিজলা জেলার বক্সানগরে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তিনি।
এছাড়া কলকাতা থেকে টলিউড তারকাসহ দলের অনেক সিনিয়র নেতা প্রচারে আসছেন উত্তর-পূর্বের এই রাজ্যে।
নির্বাচনের প্রচারণাসহ দলের নির্বাচনী রোডম্যাপ তৈরি করতে আজ ত্রিপুরা তৃণমূলের সিনিয়র নেতারা বৈঠকে মিলিত হন। উল্লেখ্য যে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভার নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।