মোস্তফা আহমদ মজুমদারের, গণআওয়াজ : ইউসিজি স্বীকৃতি প্রাপ্ত বহিঃরাজ্যের এই ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা অসমে সরকারি চাকুরির আবেদন করতে আরেকটি পরীক্ষা দিতে হবে।
আর না হলে তারা অসমে সরকারি চাকুরির আবেদন করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে চটে লাল রাজ্যিক এনএসইউআই।
আজ এনএসইউআইর রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে পুনরায় আইন পড়ার পরামর্শ দিয়েছেন।
মজমুল বলেন, প্রতিটি ইউনিভার্সিটি ইউজিসির গাইডলাইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তাই যেকোনো ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা যেকোনো রাজ্যে সরকারি চাকুরির আবেদন করতে পারে।
অসমের ৭০ শতাংশ ছাত্র ছাত্রী বহিঃরাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। কিন্তু মূখ্যমন্ত্রীর এই মন্তব্য অসমের ছাত্র ছাত্রীদেরকে মানসিক চাপের মুখে ফেলে দিয়েছেন।
রাজ্যের একজন মূখ্যমন্ত্রীর মুখে আইন বহির্ভূত মন্তব্য আশা করিনি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ করে মূখ্যমন্ত্রী কেন এই মন্তব্য করলেন? প্রশ্ন মজমুলের।
মজমুল বলেন, অসমের মুখমন্ত্রী হয়তো নিজের পত্নির ব্যবসার স্বার্থে ইউএসটিএম নিয়ে এভাবেই মন্তব্য করেছেন। তাই শীঘ্রই মূখ্যমন্ত্রীকে নিজের এই মন্তব্য প্রাত্যাহারের আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি দেন মজমুল ইসলাম লস্কর।