মোস্তাফা এ মজুমদারে, হাইলাকান্দি, ২৩ জানুয়ারি : প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে পীর মওলানা আয়ুব আলী সাহেবের বার্ষিক উরুস।
রবিবার হাইলাকান্দির কাটলিছড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন টাউন দক্ষিণ ঈদগাহ ময়দানে পতাকা উত্তোলনের মাধ্যমে সুলতানুল আরিফিন, ছিরাজুছ্ছালিকিন শাহসূফী পীর মওলানা আয়ুব আলী রহমতুল্লাহি আলাইহি নক্সবন্দি মোজাদ্দদী এর বার্ষিক উরুস মহফিলের সূচনা করেন হাইলাকান্দি ছাহেব বাড়ির বর্তমান পীর শায়খুল হাদীস শাহসূফী আল্লামা সারিমুল হক লস্কর সাহেব।
বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে মহফিল চলে।
কার্যসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন শরীফ খতম, নাতে মোস্তাফা, উলামায়ে কেরাম গণের বক্তব্য, তরিকতের খতম,মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত।
এদিনের উরুস মহফিলে অংশগ্রহণ করেন বরাক উপত্যকার বিশিষ্ঠ উলামায়ে কেরামগণ। সকাল ৮ টা থেকে হাইলাকান্দি ছাহেব বাড়িতে অসংখ্য ভক্ত ও অনুগামীদের ভীড় পরিলক্ষিত হয়।
বরাকের তিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পীর মওলানা আয়ুব আলী ছাহেব রহমতুল্লাহি আলাইহি ও পীর মওলানা সারিমুল হক ছাহেবের ভক্ত অনুগামীরা পীর আয়ুব আলী ছাহেবের মাজার জিয়ারত করে বর্তমান পীর মওলানা সারিমুল হক ছাহেবের আশীর্বাদ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরপূর্বাঞ্চল আহলেসূন্নত ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা ওলিয়ে কামিল আল্লামা সারিমুল হক লস্কর সাহেব।
আছরের নামাজের পর নক্সবন্দিয়া মোজাদ্দদীয়া তরিকার খতম পাঠ করে বিশ্বশান্তি কামনায় মোনাজাত করে মহফিলের সমাপ্তি ঘোষণা করেন ওলিয়ে কামিল শাহসূফী আল্লামা সারিমুল হক লস্কর।
অনুষ্ঠান শেষে উপত্যকার বিভিন্ন স্থান থেকে এদিনের মহফিলে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান হাইলাকান্দি ছাহেব বাড়ির ছাহেবজাদা তথা উত্তর পূর্বাঞ্চল আহলেসূন্নত ওয়াল জমাতের প্রচার সম্পাদক আলহাজ্ব হজরত মওলানা ফয়েজ আহমদ লস্কর।