পাহাড়পুর সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে চলছে কয়লার বেআইনি ব্যবসা!

Spread the love

মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : লেখাপানি আঞ্চলিক বন বিভাগ, মার্গেরিটা মহকুমা প্রশাসন, মার্গেরিটা পুলিশ এবং তিনসুকিয়া জেলা প্রশাসনের সামনেই প্রতিদিন অবৈধভাবে পাচার হচ্ছে কয়লা।

পাহাড়পুর গ্রাম উন্নয়ন পরিষদের সদস্যরা মাত্র কিছুদিনে কোটি কোটি টাকা আদায় করে আজ কাউকেই তোয়াক্কা করছেন না।

মার্গেরিটার অন্তৰ্গত লেখাপানী আঞ্চলিক বন বিভাগের পাহাড়পুর সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ কয়লা খনন পুৰ্নগতিতে চলছে।

লেখাপানী আঞ্চলিক বন আধিকারিক, লেখাপানী পুলিশ এবং মার্গেরিটা মহকুমা প্ৰশাসনের সাহসই হচ্ছে না পাহাড়পুরের এই অবৈধ কয়লা খনন বন্ধ করার।

উল্লেখ্য যে, অবৈধ কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে একটি পকলেন এন্ট্রির জন্য ১লক্ষ, ট্রেলারের জন্য ৮০ হাজার এবং পিকআপ গাড়ীর জন্য ২০০ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে।

কিন্তু এই টাকার এক পয়সাও সরকারী খাতায় জমা না করে কয়লা মাফিয়াদের সঙ্গে মিলে মধ্যভোগিদের পকেটে যাচ্ছে।

পাহাড়পুর গ্রাম উন্নয়ন পরিষদের সদস্যরাও অল্পদিনে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার ৭৬ বছর পরও যদি একটি গণতান্ত্রিক দেশের এই অবস্থা হয়, তবে কি সেই তথাকথিত দেশপ্রেমিকরা আগামী দিনে রাজতন্ত্র দিয়ে আমাদের শাসন করবে?

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token