সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৩ জানুয়ারি : উৎসাহ উদ্দপনায় প্রতি বছরের ন্যায় এবারও দুল্লভছড়ায় নেতাজীর ১২৭ তম জন্ম জয়ন্তী উদযাপন সমিতির ব্যবস্থাপনায় আজ জন্ম জয়ন্তী উৎযাপন করা হয়।
নেতাজী মুর্তীর সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজ সেবী শ্যামল ঘোষ, মাল্যদান ও পুস্পাঞ্জলী প্রদানে ছিলেন অরুণ কুমার চন্দ, মনটু কোহার, শ্যামল ভট্টাচার্য্য, নবকিশোর দেব, নীলৎপল দেব, পাপু ভট্টাচার্য্য ও মান্না ভট।
উপস্থিত জনেরা নেতাজী মূর্তীর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনর পাশাপাশি “জয় হিন্দ” ধব্বনি প্রদান করেন।
তাছাড়া পদসভায় সমাজ সেবীরা নেতাজীর মতানুর্দশ নিয়ে আলোকপাত করেন এবং নবপ্রজন্মদের নেতাজীর আর্দশে অনুপ্রাণিত হতে আহ্বান জানান।
একই দিনে দুল্লভছড়া সরস্বতী বিদ্যানিকেতনের পড়ূয়ারা বর্নাচ্য শোভাযাত্রার মাধ্যমে নেতাজী মূর্তীর পাদদেশে এসে মিলিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পদ সভায় উপস্থিত জনেরা নেতাজী প্রতিকৃতির পাশে সরকারি ভাবে একটি সৌর লাইট প্রদানের জন্য রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ও করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার কাছে অনুরোধ রাখেন।