লখিমপুর, ২৭ জানুয়ারি : লখিমপুর খেরি সহিংসতা মামলায় শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্রকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
খেরি জেলা কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট বিপিন কুমার মিশ্র সংবাদ সংস্থাকে বলেছেন, আদালত থেকে মুক্তির আদেশ আসার পর কারাগার থেকে আশীষ মিশ্র মুক্তি পেয়েছেন।
বুধবার সুপ্রিম কোর্ট তাকে ২০২১ সালের লখিমপুর খেরি সহিংসতায় আটজনের প্রাণ হানির ঘটনায় জেলবন্দি আশিসকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে কে মহেশ্বরীর একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে যে অন্তর্বর্তী জামিনের সময় আশিস মিশ্র উত্তরপ্রদেশ বা দিল্লিতে থাকতে পারবেন না।