হাইলাকান্দি ২৮জানুয়ারি : জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে ৩০ জানুয়ারি দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সারা দেশে দুই মিনিট নীরবতা পালন করা হবে।
এদিন সকাল ১১ টা থেকে সারাদেশে এই দুই মিনিট নীরবতা পালন করা হবে। সকাল ১০ টা ৫৯ মিনিটে হাইলাকান্দি শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইকযোগে এক মিনিট সাইরেন বাজিয়ে নীরবতার সূচনা করা হবে।
জনসাধারণকে এই সময় ব্যক্তিগত কাজ পরিত্যাগ করে, যানবাহন চলাচল বন্ধ রেখে নিজ স্থানে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ করতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।
বেলা এগারোটা বেজে দুই মিনিটের সময় জনসংযোগের মাইকে পুনরায় অল ক্লিয়ার এক মিনিট সাইরেন বাজিয়ে নীরবতা ভঙ্গ করা হবে।
জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই সময় নীরবতা পালন করা হবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে আলোচনা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেও সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দি প্রশাসন থেকে সরকারি এই নির্দেশের কপি জেলার সব বিভাগীয় প্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে নীরবতা পালনের আগে শহরের গান্ধীঘাটে জাতির জনকের মর্মর মূর্তিতে মাল্যদান করা হবে।