করিমগাঞ্জ, বারইগ্রাম, ৮ ফেব্রুয়ারি : মাছলি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে সরব হলেন মাছলি গ্রামের জনগণ। গ্রামের মানুষ সাংবাদ সম্মেলন করে গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির কথা তুলে ধরেছেন।
মাছলি মডেল ভিলেজের কাজে চরম দুর্নীতি প্রকাশ্যে নিয়ে এসেছেন গ্রামের মানুষ। মাছলি মডেল ভিলেজের গেট নির্মাণে থেকে শুরু করে রাস্তার কাজে ও দুর্নীতি হয়েছে।
ই এন্ডি বাঁধ থেকে আনাইর হাওর পর্যন্ত নালা পরিষ্কার করার প্রকল্পের টাকা লুণ্ঠন করা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।
অন্যদিকে ভাঙ্গা সৎসঙ্গ নিকটবর্তি বি এস এফ প্লে গ্রাউন্ডের নামে প্রকল্প বাস্তবায়ন করে টাকা লুণ্ঠন করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর, ২০২২ ইংরেজিতে সি এম ভিজিলেন্স এ অভিযোগ করেছেন গ্রামের মানুষ। তারা জানিয়েছেন ২৮ ডিসেম্বর ২০২২ ইংরেজিতে সি এম ভিজিলেন্স থেকে করিমগঞ্জ ডি সির কাছে তদন্ত করার জন্য কাগজ আসে।
গ্রামবাসী জানান ৩০ ডিসেম্বর, ২২ ইংরেজি গ্রামের মানুষ ডকেট নম্বর নিয়ে ডি সি অফিসে যায়। কিন্তু সেখান থেকে ফাইল হারিয়ে গেছে বলে জানতে পারে তারা।
তাই বাধ্য হয় আজ তারা সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ জানিয়েছেন অতিসত্বর মাছলি গ্রামপঞ্চায়েতের কাজের সি এম ভিজিলেন্স দিয়ে তদন্ত করাতে।