জুলি দাস, করিমগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি : নেশা মুক্ত ভারত গড়া, শিশু শ্রমিক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা জুড়ে ব্যাপক জন সচেতনতা অভিযান শুরু করেছে করিমগঞ্জ জেলা প্রশাসন।
করিমগঞ্জ নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং বারইগ্রাম খুশি স্মৃতি সংস্থার পরিচালনায় আজ এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় বারইগ্রাম শ্রীশ্রী রাধারমণ গোস্বামী এমই স্কুলে।
সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, বিভিন্ন এসএইচজির প্রতিনিধি, জিপি পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় জনগণ।
মঙ্গলবার দুপুরে শিশু শ্রমিক, নেশামুক্ত সমাজ এবং বাল্যবিবাহ প্রতিরোধের উপর মুখ্য বক্তা হিসাবে বক্তব্য রাখেন, টিংকু গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী প্রবাল দাস, রাধারমন গোস্বামী এমই স্কুলের প্রধান শিক্ষক রাজীব দে, স্কুল পরিচলন সমিতির সভাপতি রূপেশ নমঃশূদ্র, শিক্ষক সাহাব উদ্দিন, সিডিপিও মনিদীপা দে, সুপাইভাইজার উমা দাস, হীমানি দত্ত।
শিশু শ্রম, নেশামুক্ত সমাজ গঠন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়তে এবং অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন অজিত দাস, বিকাশ সেন, গীতা দাস, ভাগবত রায়, পূরবী মালাকার, প্রীতম রায় প্রমুখ।