হাইলাকান্দি ১৫ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার গাও পঞ্চায়েত গুলোতে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর উদ্যোগে বুধবার থেকে অর্থনৈতিক সবলীকরণ শিবির শুরু হয়েছে।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই শিবির গুলোতে জনসাধারণকে বিভিন্ন অর্থনৈতিক সবলীকরণ যোজনার আওতায় আনার প্রচেষ্টা চালানো হবে।
বুধবার প্রথম দিনে শিবির ভাটিরকুপা জিপির রামচন্ডী ট্রাইবেল এমই স্কুলে অনুষ্ঠিত হয়।
শিবিরটি উদ্বোধন করেন ডিডিসি এলডার্ড ফারহীন।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় এই ধরনের অর্থনৈতিক সবলীকরণ যোজনা কার্যকর করা হচ্ছে।
এতে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা, যেমন জন ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা, অটল পেনশন যোজনা, স্বনিধি লোন, সেলফ হেল্প গ্রুপ গুলির লোন, আধার কার্ড সংযুক্তিকরণ এবং মুদ্রা যোজনার মত কর্মসূচির আওতায় জনসাধারণকে নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য হাইলাকান্দি জেলার মোট ৬২টি জিপির সব কয়টিতে আগামী ছয় মাসে একটি করে অনুরূপ শিবির অনুষ্ঠিত হবে।
জনসাধারণকে এই শিবির গুলির সুযোগ নিতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।
আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার পরবর্তী দু’টি শিবির বোয়ালিপার সিনিয়র মাদ্রাসায এবং মাটিজুরি জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ওই দুই জিপির সামাজিক সুরক্ষার বিভিন্ন যোজনার আওতায় এখন পর্যন্ত বাদ পড়া জনসাধারণকে শনিবার তাদের সংশ্লিষ্ট জিপির শিবিরে উপস্থিত থাকতে আবেদন জানানো হয়েছে।
বুধবার রামচন্ডী ট্রাইবেল এম ই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অশোক দেব এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রবীন মেহতা।
উল্লেখ্য যে, উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ২০২০ সালে ডিপার্টমেন্ট অফ ফাইনান্সিয়াল সার্ভিসের উদ্যোগে দেশের ৪০ টি জেলায় এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।
২০২১ সালে ১১২ টি জেলায় এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। ২০২৩ সালে হাইলাকান্দিতে অনুরূপ অর্থনৈতিক সবলীকরণ যোজনা চালু করা হয়েছে। আগামী ছয় মাস জেলাজুড়ে এই কর্মসূচি চলবে।