আগ্রার, ১৫ ফেব্রুয়ারি : মুঘল সম্রাট শাহ জাহানের ৩৬৮ তম মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য আগ্রার তাজমহলে ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের জন্য বিনামূল্যে প্রবেশ করা যাবে।
এ উপলক্ষে ‘চাদর পশি’, ‘চন্দন’, ‘গুসুল’, ‘কুল’-এর মতো বিভিন্ন আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান কর্মকর্তারা।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আগ্রা সার্কেলের সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট রাজ কুমার প্যাটেল বলেছেন, শাহজাহানের বার্ষিক উরস উপলক্ষে ১৭, ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি থেকে তাজমহলে পর্যটকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে৷
পর্যটকরা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুপুর ২ টার পর সূর্যাস্ত পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
অনুমোদিত ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুদ্দিন খান বলেছেন, তিন দিন বিভিন্ন আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উরস-এর শেষ দিনে একটি ১,৮৮০ মিটার দীর্ঘ ‘চাদর’ দেওয়া হবে। ‘চাদর পশি’ সব ধর্মের মানুষকে আকর্ষণ করে তিনি বলেছিলেন। আগ্রার বাসিন্দা আরতি রানা বলেন, তিন দিন ধরে সম্রাট ও তাঁর স্ত্রী মমতাজের প্রশংসায় ‘কাওয়ালিস’ গাওয়া হয় এবং পর্যটকরাও সাধারণত বন্ধ থাকা বেসমেন্টের কবর দেখার সুযোগ পান।