মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি ৭ সেপ্টেম্বর, বুধবার : বিশ্বনবী হজরত মোহাম্মদ (স:) এর জন্মদিন ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলায়ও আগামী ৯ ই অক্টোবর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
প্রতিবারের ন্যায় এবারও মহানবী হজরত মোহাম্মদ স: এর জন্মদিন অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনটি বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হবে হাইলাকান্দিতে।
এনিয়ে বুধবার বিকেল ২ টায় শহরের সিরাজপট্টী মসজিদে জেলা সভাপতি মওলানা আখতার হোসেন লস্করের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে তাদের মতামত প্রকাশ করেন এবং সর্ব সম্মতিতে এ বৎসর এই অনুষ্ঠানের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট গ্ৰহণ করা হয়েছে।
তাছাড়া জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির পরবর্তী প্রস্তুতি সভায় উত্তর পূর্বাঞ্চল আহলেসুন্নতের ওয়াল জমাতের মূখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্করকে দাওয়াত দেওয়া হবে বলে জানান কমিটির কর্মকর্তারা।
এদিনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এস এম এম হাসান আহমদ কবির, সহ-সভাপতি ক্বারী নূর আহমদ লস্কর, মওলানা কাহির উদ্দিন মজুমদার, ক্বারী ইসলাম উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক মোস্তাফা আহমেদ মজুমদার,কার্যালয় সম্পাদক ইসলাম উদ্দিন মাঝারভূইয়া,সালেহ আহমদ চৌধুরী, সদস্য কবির আহমদ চৌধুরী, ক্বারী আলী আহমেদ লস্কর,ডালিম উদ্দিন বড়ভূইয়া,ও সাইনুল ইসলাম প্রমুখ।
এদিন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি মহানবী হজরত মোহাম্মদ স: কে নিয়ে “হিন্দু ভাঈ-বোন” নামের একটি ফেসবুক আইডি থেকে বুদ্ধ দাস নামের এক ব্যাক্তি কুরুচিপূর্ণ মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। মওলানা কাহির উদ্দিন মজুমদার সহ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কর্মকর্তারা এব্যাপারে বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে বলে শীঘ্রই ওকে গ্ৰেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবি জানান।