সুপ্রিয় পাল, দুল্লভছড়া : ব্রিটিশ আমল থেকে দুল্লভছড়ার রেল পরিষেবা ছিল। কিন্তু স্বাধীন পর ৭৫ বছর অতিক্রম করা সত্ত্বেও উক্ত রেল পরিষেবার কোন পরিবর্তন হয়নি।
বিগত বছর গুলিতে বিভিন্ন রাজনৈতিক দল গুলি জনসাধারণকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করলেও কোন উন্নয়ন হয়নি।
জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার প্রেম রঞ্জন কুমার ১১ সেপ্টেম্বর Latter No LD/Adm/DRM /23-এ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে ১৪ সেপ্টেম্বর থেকে সাপ্তাহে তিন দিন দুল্লভছড়া-গৌহাটি ট্রেন পরিষেবা চালু হবে জানান।
ট্রেন নং 15617/ 15618 এতে পাঁচটি এসি ছাড়াও থাকবে ১১টি কামরা। ট্রেনটি প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার সকাল ১১.১০ মিনিটে ছাড়বে এবং গোহাটিতে রাতে ১১.১৫ মিনিটে পৌছাবে।
এর বিপরীতে গোহাটি থেকে সোমবার, বুধবার ও শনিবার রাত ১০টায় ছেড়ে পরের দিন সকাল ১০ টায় দুল্লভছড়া পৌছাবে।
তাছাড়া দুল্লভছড়া বারইগ্রাম জংশন, নিউ করিমগঞ্জ, বদরপুর জংশন, নিউ হাফলং, মাইবং, মানডিসা, লংকা হোজাই চাপার মুখ জাগীরোড স্টেশন গুলিতে দাঁড়াবে।
এই ট্রেন চালু হওয়ায় অল্প খরচে রোগী সহ আমজনতা আসামের রাজধানী গুয়াহাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
রেল বিভাগের এই পদক্ষেপে বিভিন্ন সংগঠন সহ আমজনতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে উদ্বোধনি অনুষ্ঠানের জন্য ষ্টেশনে চলছে সাফাই অভিমান।