রাজধানী দিল্লিতে ভেঙ্গে পড়লো চারতলা নির্মীয়মাণ ভবন : নিহত ৪ শ্রমিক

Spread the love

নয়া দিল্লি, ৯ সেপ্টেম্বর, শুক্রবার : শুক্রবার সাত সকালেই রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল চারতলা নির্মীয়মাণ ভবন।

আজ়াদ মার্কেট এলাকায় ওই বিল্ডিংটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই খবর লেখা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

ভিতরে কমপক্ষে আরও ৭ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের চারটি ইঞ্জিন, শুরু হয়েছে উদ্ধারকাজ। এনডিআরএফ বাহিনীও উপস্থিত হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ সুত্রের খবর, সকালে যখন শ্রমিকরা নির্মাণকাজ শুরু করেন, তখনই হঠাৎ ভেঙে পড়ে বাড়িটি।

সেই সময় ভিতরে কমপক্ষে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। তারা সকলেই ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও একটি দমকলের ইঞ্জিন আসে।

দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ জোরকদমে চালাচ্ছে, চারজনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করা হলেও, গলিটি অত্যন্ত সরু হওয়ায় জেসিবি ঢুকতে পারছে না। ভিতরে আটকে পড়ে থাকা শ্রমিকেরা বেঁচে আছেন কিনা, তা জানার জন্য লাইভ ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। দিল্লির ডিসিপি জানান, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে যে, চারতলা ওই বিল্ডিংটির কাঠামো অত্যান্ত দুর্বল ছিল। সেই কারণে নির্মাণকাজ চলাকালীনই ভেঙে পড়ে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token