হাইলাকান্দির প্রতিনিধির রিপোর্ট, ৯ সেপ্টেম্বর, শুক্রবার : হাইলাকান্দি উন্নয়ন খন্ডের অন্তর্গত নিতাইনগর জিপিতে পঞ্চায়েত রাজের কাজে লাগামহীন দুর্ণীতি সংঘটিত হয়েছে, এই অভিযোগ অসম প্রেমী যুব ছাত্র সমাজ সহ স্থানীয় জনতার।
নিতাইনগর জিপিতে চতুর্দশ অর্থকমিশনের বিভিন্ন প্রকল্পের কাজ সরজমিনে না করে কাগজে কলমে সম্পূর্ণ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
শুক্রবার পূর্বসোনাপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন অসম প্রেমী যুব ছাত্র সমাজের হাইলাকান্দি জেলা সভাপতি ইমদাদুল হক বড়ভূইয়া এবং পূর্বসোনাপুর আঞ্চলিক সমিতির কর্মকর্তারা
বহু চর্চিত নিতাইনগর জিপির ভয়ংকর দুর্ণীতি দেখে হাইলাকান্দির জেলা উপায়ুক্ত, সিইও এবং হাইলাকান্দি উন্নয়ন খন্ডের বিডিওর কাছে বার কয়েক লিখিত অভিযোগ করা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা লওয়া হয়নি বলে ক্ষোভ ঝাড়েন ছাত্রনেতা ইমদাদুল।
সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হক বড়ভূইয়া বলেন, এ জিপিতে দীর্ঘদিন ধরে একটার পর একটা দুর্ণীতি চলছে।
জিপি সভানেত্রী, সচিব সহ পঞ্চায়েত বিভাগের একাংশ কর্মকর্তারা মিলে বিভিন্ন প্রকল্পের নামে সরজমিনে কাজ না করেই অর্থ আত্মসাৎ করেছেন।
শীঘ্রই এসব দুর্ণীতির সঠিক তদন্ত ক্রমে ব্যবস্থা না নিলে নিতাইনগর জিপিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়াবহ আন্দোলনের হুংকার দেন প্রতিবাদকারীরা।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অসম প্রেমী যুব ছাত্র সমাজের পূর্বসোনাপুর আঞ্চলিকের সভাপতি সেলিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার, কার্যকরী সভাপতি মাফতাব উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, সহসম্পাদক আতাউর রহমান চৌধুরী, উপসভাপতি আবাব উদ্দিন মজুমদার, কোষাধ্যক্ষ ফরিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।