ধলাই, আসাম, ৯ সেপ্টেম্বর, শুক্রবার : বরাক উপত্যকাকে করিডোর করে চলে আসা বার্মিজ সুপারি, সার, ড্রাগস সহ অন্যান্য অবৈধ ব্যাবসা বন্ধ করতেই পারছে না আসাম পুলিশ।
প্রতিদিনি উপত্যকার কোথাও না কোথা থেকে একটা হলেও ধরপাকড়ের সংবাদ উঠে আসছে শিরোনামে।
গত রাতে নাকা চেকিংয়ের সময় আসাম মিজরাম আন্তরাজ্য সীমান্তবর্তী লায়লাপুর ফাঁড়ি পুলিশ একটি ট্রাক রেজি নং- HP24C-5259 আটক করে ৮৭ ব্যাগ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কাছাড় পুলিসের টুঁইটার বার্তায় এ গঠনার সত্যতা স্বীকার করা হয়েছে।
প্রশ্ন উঠছে এটা আবার চোর- পুলিসের কোন গেইম নয়তো? একগাড়ী পাকড়াও করে একশত গাড়ি পাস দেওয়া। কারণ এতো ধরাপাকড়ের পর মাফিয়ারা সাহস পায় কোথা থেকে?