শিলচর, ১০ সেপ্টেম্বর, শনিবার : ত্রিপুরার একমাত্র রাজ্যসভা আসনের জন্য বিপ্লব দেবের নাম ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার গভীর রাতে ক্ষমতাসীন বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনীত করেছে।
একই দিনে একসঙ্গে দুটি দায়িত্ব পেয়েছেন দেব। তার আগে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং-এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, সেই বিজ্ঞপ্তিতে বিপ্লব কুমার দেবকে দলের হরিয়ানার পর্যবেক্ষক নিযুক্তি দেওয়া হয়েছে।
এর আগে হরিয়ানা বিজেপির জাতীয় পর্যবেক্ষক ছিলেন মহেশ শর্মা। ত্রিপুরার পর্যবেক্ষক ছিলেন বিনোদ ধানকর।
কিন্তু ত্রিপুরা বিজেপির সাম্প্রতিক দেখা দেওয়া বিশৃঙ্খলা এবং ২০২৩ শের বিধানসভা নির্বাচনের জন্য বিনোদ ধানকরকে অব্যাহতি দিয়ে এমপি মহেশ শর্মাকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এক মুহূর্ত সময়ও নষ্ট করেননি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাডদা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহকে টুইট বার্তায় তাকে ত্রিপুরার রাজ্যসভা সাংসদ হিসাবে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য কৃতজ্ঞতা জনান।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইটবার্তায় লেখেন, আমি ত্রিপুরা এবং জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য যে, আগামী ২২ শে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিপ্লব দেবের বিরুদ্ধে পার্থী হবেন সিপিআইএম-এর ভানু লাল সাহা।