মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : প্রদীপ দত্ত রায়ের কথায় বরাক পৃথক হবে না, বরাকের জনগণের মতামত লাগবে।
মঙ্গলবার হাইলাকান্দিতে বরাক পৃথকীকরণ নিয়ে এভাবেই প্রদীপ দত্তের মন্তব্যের প্রতোত্তর দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যিক আহ্বায়ক বুরহান উদ্দিন বড়ভূইয়া।
তিনি বলেন, আসাম থেকে বরাক উপত্যকাকে পৃথক করার দাবি তুলেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়।
কিন্তু বরাকের মানুষ এখনও পৃথক বরাকের দাবি করেননি।
কারণ, বর্তমান সরকারের সময়ে বরাক-ব্রম্মপুত্র উপত্যকায় সমহারে উন্নয়ন হচ্ছে।
তিনি বরাক পৃথকি করন প্রদীপ দত্তরায়ের ব্যক্তিগত মতামত বলে জানান।
যেদিন বরাকের মানুষ পৃথক হাওয়ার দাবি তুলবেন সরকার তা বিবেচনা করবে।
এরকম দুই একজনের কথায় বরাক পৃথক হাওয়ার কোন প্রশ্নই ওঠে না বলে জানান বিজেপির সংখ্যালঘু নেতা বুরহান।
তিনি আরও বলেন, বরাক পৃথক হলে কতটুকু লাভবান হবেন একথা সকলের জানা রয়েছে। তাই প্রদীপ বাবুর ব্যক্তিগত মতামতের উপর বরাকের মানুষের সমর্থন না করাই ভালো বলে জানান বিজেপি নেতা বুরহান।