আলগাপুরে সুপারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ, স্থানীয় বিক্রেতাদের উত্তাল প্রতিবাদ

Spread the love

খোকন রায় ও মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১২ সেপ্টেম্বর, সোমবার : বিদেশি পণ্য দেশের বাজারে অবৈধভাবে প্রবেশ করলে তার দায়ভার দেশীয় চাষি ও ব্যবসায়ীদের ঘাড়ে কেন বর্তাবে? এমন প্রশ্নেই স্থানীয় সুপারি ব্যবসায়ীরা উত্তাল করে তুললেন আলগাপুর বাজার।

বার্মিজ সুপারি ধরপাকড়ে স্থানীয় সুপারি বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন এদেশের সাধারণ মানুষ ও কৃষকরা। এ নিয়ে হাইলাকান্দির আলগাপুর বাজারে সুপারি বিক্রেতারা প্রতিবাদে নামেন সোমবার।

সুপারি সড়কে ফেলে রেখে প্রায় দু’ঘন্টা অবরোধ গড়ে প্রতিবাদ জানান কৃষক ও ব্যবসায়ীরা। হাইলাকান্দিতে স্থানীয় সুপারি কেনাবেচা মুশকিল হয়ে পড়ায় বেকায়দায় পড়েছেন সুপারি চাষিরা।

পাইকারি ব্যবসায়ীরা সুপারি ক্রয় না-করায় স্থানীয় সুপারি বাজারজাত করা সম্ভবপর হচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষ।

বেশ কিছু দিন থেকেই আলগাপুর বাজারে সুপারি নিয়ে গিয়ে বিক্রি করতে না পেরে অধৈর্য হয়ে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন সুপারি চাষি সহ বিক্রেতারা।

হিমন্ত বিশ্বশর্মা হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায় সহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিয়ে তারা উত্তাল করে তুলেন আলগাপুর বাজার।

কৃষকদের প্রতিবাদে সমর্থন জানিয়ে এতে সামিল হন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, প্রাক্তন এপি সদস্য হুসেন আহমেদ লস্কর, যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জুহেদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী আনোয়ার হুসেন সহ অন্যান্যরা। তারা অবিলম্বে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের সমস্যা সুরাহার দাবি জানান।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token