করিমগঞ্জ, ১২ সেপ্টেম্বর : চুরাইবাড়িতে পৃথক অভিযানে উদ্ধার হল প্রায় কোটি টাকা বাজারমূল্যের গাঁজা। আটক দুই বিহারি নাগরিক।
প্রথম অভিযানে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহাটিগামী এনএল ০১ এএ ৪৯৭৬ নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার লরিকে চুরাইবাড়ি চেক গেটে আটক করা হয়।
ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে কর্তব্যরত নাকা চেকিংয়ের পুলিশকর্মীরা গাড়িটিতে তল্লাশি চালান।এতে গাড়ির ভেতরে ড্রাইভিং সিটের উপরে থাকা একটি গোপন খোপ থেকে ৩০ প্যাকেটে ২ কুইন্টাল ৭৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
যার বাজার মুল্য ৩০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে লরিচালক ও সহচালককে। তাদের নাম যথাক্রমে পঙ্কজ রাই (২৪)ও মনীষকুমার যাদব(২০)।
উভয়ের বাড়ি বিহারে। তাদেরকে বাজারিছড়া থানায় সমঝে দেওয়া হয়। মঙ্গলবার ধৃতদের আদালতে সোপর্দ করা হবে।
পরে একটি সবজি বহনকারী চার চাকার কেন্টার গাড়ি থেকে একইভাবে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করে পুলিশ। দুপুর সাড়ে বারোটা নাগাদ ত্রিপুরা থেকে এএস ০১ সি ৮৩৩৯ নম্বরের একটি খালি কেন্টার গাড়ি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে চুরাইবাড়ি পুলিশ গেটে পৌছে পুলিশকর্মীদের সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করে।
তবে পুলিশ পলায়নরত গাড়িটির পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হলেও চালক ও সহচালক পালিয়ে যায়। ওই গাড়িতে থাকা সবজির খাঁচা থেকে উদ্ধার হয় ১০ কেজির ৫২টি প্যাকেট, ৫ কেজির ২০টি প্যাকেট ও ৩ কেজির ১১ প্যাকেট গাঁজা।
এতে মোট ৬ কুইন্টাল ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মুল্য প্রায় পয়ষট্রি লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছেন গেইট ইনচার্জ।