বিপ্লজিৎ দেব, লঙ্কা : আসামের হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে হিন্দু বাঙালীদের প্রতি বৈষম্যের অভিযোগ এনে সরব হল বাঙালি যুব ছাত্র ফেডারেশন।
লঙ্কার পূর্ত বিভাগের বাংলোতে সাংবাদিক সম্মেলন করে ব্রহ্মপুত্র উপত্যকার পঞ্চাশ লক্ষের অধিক হিন্দু বাঙালি থাকার পরও কাউকে মন্ত্রীসভায় স্থান না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি দীপক দে বাঙালি হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অন্তত একজনকে মন্ত্রীসভায় স্থান দেওয়ার দাবী জানিয়ে বলেন, পূর্বতন সরকারগুলোতে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কমেও দুজন করে মন্ত্রী ছিলেন।
কিন্তু হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধিন বিজেপি সরকারে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একজন বাঙ্গালিকেও মন্ত্রীসভায় স্থান দেওয়া হয়নি।
দীপক দে এটাকে হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের হিন্দু বাঙালিদের রাজনৈতিকভাবে হত্যার চক্রান্ত উল্লেখ করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অন্তত একজনকে মন্ত্রী করার দাবী জানান।