করিমগঞ্জ দুল্লভছড়া থেকে সুপ্রিয় পালের রিপোর্ট, ১৪ সেপ্টেম্বর, বুধবার : দেশ সেবায় নিয়োজিত সেনা জওয়ানরা, পরিবারের সুখ দুঃখকে এড়িয়ে বছরের পর বছর দূর্গম এলাকায় নিজেদের কর্তব্য পালনে সচেষ্ট ভুমিকা পালন করেন।
বহিরাগত অপশক্তী থেকে সেনা জওয়ানরাই আমাদেরকে রক্ষা করেন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর দুল্লভছড়া পার্শ্ববর্তী পূর্ব ছামটিলার ব্লক রোড এলাকার বাসিন্দা বিএসএফ কর্মী সৌরভ সিনহা ছুটি কাটাতে আসার পর তিন সহপাঠী তাকে কাটলিছড়ার ইসলামিক কোনা ঝর্ণাতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করাতে নিয়ে যায়।
কিন্ত রহস্যজনক ভাবে সৌরভ নিখোঁজ হন, সহপাঠীরা তাঁর নিখোঁজের খবর কাটলিছড়া থানান। ওসি দলবল নিয়ে অনেক খোজাখুজির পর রাত নয়টায় ঝর্ণা থেকে সৌরভের মৃত দেহ উদ্ধার করেন।
এঘটনায় পুলিশ তিন সঙ্গীকে থানায় আটক করে জিজ্ঞাসা বাদ চালিয়ে যাচ্ছে।
এদিকে আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের দুল্লভছড়া সিংলা অঞ্চলের “হিঙ্গালা নুৱা মিঙাল” সংগঠনের ৩৮ টা গ্রামের জনসাধারন চামটিলা মাঠ থেকে এক প্রতিবাদী মৌন মিছিল বেড় করেন।
দুল্লভছড়ার প্রধান সড়ক পরিক্রমা করে ষ্টেশন রোডের ভাষা শহীদ সুদেষ্ণার প্রতিকৃতির পাদদেশে বিদেহী আত্মার চিরশান্তির কামনায় ১ মিনিট নিরবতা পালনের পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মিছিলকারীদের হাতে প্লেকার্ড গুলিতে লেখা ছিল “রহস্য জনক মৃত্যুর বিচার চাই ” ন্যায় বিচার চাই ” আন্দোলন চলছে চলবে” তারা আরও বলেন, প্রশাসনের উপর তাদের সম্পূর্ণ আস্থা আছে। তদন্তে এই ঘটনার সঠিক তথ্য বেড়িয়ে আসবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশাবাদী।