সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৪ সেপ্টেম্বর : উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং রেলওয়ে ডিভিশনের অন্তর্গত বারইগ্রাম-দুল্লভছড়া রেলওয়ে সেকশনের আনিপুর বাজারে একটি রেলওয়ে ওভার ব্রিজ স্থাপনের উদ্দেশ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম-এর কাছে ইমেল ও ট্যুইটার দাবি জানালেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারl
তিন উল্লেখ করেছেন যে আনিপুর বাজার একটি জনবহুল এলাকা, রেলওয়ে লেভেল ক্রসিংয়ের তিনশো মিটার এর মধ্যে আনিপুর রেলস্টেশন রয়েছেl
তাছাড়াও লেভেল ক্রসিংয়ের পন্চাশ মিটারের মধ্যে নারায়ন নাথ হাইয়ার সেকেন্ডারি স্কুল সহ একটি মন্দিরও রয়েছে, তাছাড়া রাস্তাটি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সংযোগকারি রাস্তা হওয়াতেই অগনিত জনসমাগম হয়ে থাকে l
অন্যদিকে আনিপুর-দুল্লভছড়া পুর্ত রাস্তার পেচায়ালায় অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিং এর উপরও একটি রেলওয়ে ওভার ব্রিজের জন্য দাবি করেন বিধায়ক বিজয় মালাকারl
তিনি মেইল ও টুঁইটারটি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: হিমন্ত বিশ্বশর্মা এবং লামডিং রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জিএস লাখরাকেও পাঠিছেনl
অন্যদিকে দুল্লভছড়া একটি এসবিআই শাখা স্থাপনের জন্য মু্ম্বাইর এস বি আই মুখ্য কার্যালয়ের চেয়ারম্যানের নিকট গত ১৩ সেপ্টেম্বর একটি স্মারক পত্র পাঠান বিধায়ক মালাকারl
এতে উল্লেখ করেন যে ব্রিটিশ আমল থেকেই দুল্লভছড়ায় রয়েছে রেলওয়ে স্টেশন এবং পোষ্ট অফিস, কয়েকটি চা-বাগান সহ বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানও এপিডিসিএল এবং এজিসিসিএল-এর সাব-ডিভিশনের কার্যালয়l তাছাড়াও দুল্লভছড়া ব্লক হেডকোয়াটারl কাজেই এখানে এসবিআই শাখা স্থাপিত হলে পার্শ্ববর্তী ভেটারবন্দ, সিংলাছরা, নিভিয়া, চেরাগী রংপুর অঞ্চলের প্রায় লক্ষাধিক জনগণের উপকারে আসবে l এক প্রেস বার্তায় ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ’-র সভাপতি অংশুমান পাল খবরটি জানিয়েছেনl