মিঠুন বড়ুয়ার, গণআওয়াজ মার্গেরিটা : ট্রান্সফরমার জ্বলার এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত ঠিক করার নাম নেই, কিন্তু সবার মোবাইলে বিল আসছে।
এছাড়া, উত্তপ্ত প্রাদুর্ভাবের মধ্যে মার্গেরিটার কিছু কিছু এলাকায় গ্রাহকের সঙ্গে বিদ্যুৎ লুকোচুরি খেলতে দেখা যায়।
বিদ্যুৎ না থাকায় মানুষ রাতে ঘুমাতে পারছেন না।
বিশেষ করে কামানপাথর, টাংনা, বাশবাড়ি, নাংলাইকে, উবন সহ মার্গেরিটা নির্বাচনী এলাকার ছয় থেকে সাতটি গ্রামের বাসিন্দারা বিদ্যুতের অভাবে ভুগছেন।
তারা বিদ্যুৎ বিভাগের কাৰ্যালয় ঘের কর্মসূচিও গ্রহণ করেছে।
সময়মতো বিল পরিশোধ করেও বিভাগীয় কর্মচারীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে মহিলারা অফিস ঘেরাও করে ধিক্কার জানান।
এদিকে এক প্রতিবাদী মহিলাকে বিদ্যুৎ বিভাগের জনৈক ডম্বরু ছেত্রি নামের এক কর্মচারী টানাহেঁচড়া এবং মারপিট করার অভিযোগ এনেছেন প্রতিবাদকারীরা।
বিক্ষুব্ধ জনতার প্রশ্ন, যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে সেই সময় আমরা আজ কেন বিদ্যুৎ হীন?
আন্দোলনকারীরা দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। অন্যথায় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়ে যৌথ আন্দোলনের হুমকি দেন।