জুলি দাস
করিমগঞ্জ, ৬ জুন : বন্যা পরিস্থিতির আংশিক উন্নতি হলেও জল বেড়েছে করিমগঞ্জের তিন নদী লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলার।
বৃহস্পতিবার রাত অবধি কুশিয়ারা জলস্তর ১৪.৯৩ মিটার, লঙ্গাইর ২১.৮৬ এবং সিংলা নদীর জলস্তর ১৭.১১৫ মিটার।
এদিকে আবহাওয়া দফতর আগামী ৭ ও ৮ জুন অসমের বেশ কয়েকটি জেলার সঙ্গে করিমগঞ্জেও হলুদ সতর্কতা জারি করাছে।
উল্লেখ্য, আবহাওয়ার হলুদ সর্তকতা খারাপ আবহাওয়াকে ইঙ্গিত করে, পূর্বাভাস মতে জেলায় দুইদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ভোট পর্ব মিটতেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে জেলা বিজেপি।
জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দল বন্যা প্লাবিত সুপ্রাকান্দি এলাকা পরিদর্শন করে বন্যা আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলেছেন।
প্রতিনিধি দলে ছিলেন ডা: দেবতোষ পাল, পাপলু দেব, নিশীথ দাস, পান্না মালাকার, জিপি সভানেত্রী কল্পনা মালাকার সহ অনেকে।
পরে জেলা সভাপতি জানান, প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো সবার কর্তব্য।
জেলায় বর্তমান বন্যা পরিস্থিতিতে ত্রাণ বন্টন, মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা প্রদান, পানীয় জলের ব্যবস্থার জন্য তিনি ইতিমধ্যে কথা বলেছেন জেলাশাসকের সঙ্গে।
উল্লেখ্য, করিমগঞ্জ জেলা অবিরাম বৃষ্টিপাতের দরুন বন্যার কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালের তান্ডবে গাছের ডাল ভেঙে ফকিরাবাজারে এক স্কুল পড়ুয়া এবং বন্যার জলে ডুবে কানাইবাজার ও এরালিগুলে আর দুজনের প্রাণহানি ঘটেছে।