উন্মত্ত ট্রাক চালকের দুর্ঘটনার কবলে পড়ে গুরত্বর আহত হিলাড়ার যুবক বিজিত সরকারের মৃত্যু : এলাকায় শোকের ছায়া

Spread the love

কাঠিগড়া থেকে রূপক নাথ, ১৮ সেপ্টেম্বর,  রবিবার :  উন্মত্ত ট্রাক চালকের দুর্ঘটনার কবলে পড়ে ৬ নং জাতীয় সড়কের কাটিগড়া চৌরঙ্গী বাজারে গুরত্বর আহত হিলাড়া প্রেট্রোল পাম্প সংলগ্ন বাসিন্দা ‌বাইক আরোহী বিজিত সরকার শুক্রবার শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে মৃত্যুকেই বরন করলেন।

ময়নাতদন্তের পর শনিবার বিজিতের মরদেহের অন্তিষ্টিক্রিয়া সম্পন্ন করার হয়। এদিকে পরিবার পরিজন সহ স্থানীয়রা কাটিগড়া মডেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের চরম গাফিলতির অভিযোগ উত্থাপন করেছেন।

সাংবাদিকদেরকে নিহত বিজিতের বড়ভাই প্রদীপ সরকার, স্বপন সরকার ও জ্যোতিশ সরকার, সঞ্জয় সরকার সহ স্থানীয় আফজল হোসেন এবং অন্যান্যরা জানান শুক্রবার চৌরঙ্গী বাজারে সঙ্ঘটিত দুর্ঘটনার পর আহত অবস্থায় বিজিতকে প্রথমে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা।

কিন্তু করর্তব্যরত কোন চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকায় বিজিতকে প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন তারা।

হাসপাতালে করর্তব্যরত কোন চিকিৎসক না থাকায় শেষ পর্যন্ত নার্সরা আহত বিজিতকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে রেফার করেন বলেও কর্তব্যের গাফিলতির গুরত্বর অভিযোগ উত্তাপন করেন।

অভিযোগকারীরা আরও জানান হাসপাতালের সামনে এম্বোলেন্স থাকা সত্ত্বেও নার্সরা হাসপাতালের এম্বোলেন্স খারাপ থাকার অজুহাতে আহত বিজিতকে প্রায় দেড় থেকে দু’ঘন্টা সময় হাসপাতালের বেডে শুইয়ে রাখেন।

তারা কাটিগড়া মডেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কর্তব্যের গাফিলতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে কাছাড়ের জেলাশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং স্বাস্থ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নিহতের পরিবার-পরিজন সহ স্থানীয়রা বলেন, এভাবে হাস্পাতাল চলতে থাকলে আজ বিজিতকে তাদের গাফিলতির জন্য মৃত্যুর কোলে ঢলে পড়তে কাল অন্যান্যদেরকেও এভাবে মৃত্যুকে বরন করে নিতে হবে।

তাছাড়া কাটিগড়া মডেল হাসপাতালের চিকিৎসকসা পরিষেবার উন্নতির জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন নিহত বিজিতের পরিবার-পরিজন সহ স্থানীয়রা। এদিকে সঙ্ঘটিত দুর্ঘটনায় বিজিতের মর্মান্তিক মৃত্যু ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও স্থানীয় বিধায়ক, সাংসদ এবং পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা তাদের কোন খুঁজ খবর না নেওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন কাটিগড়ার স্থানীয় জনসাধারণ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token