গণআওয়াজ প্রতিনিধি : উদ্বেগজনক উষ্ণায়ন থেকে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষা দিতে পরিবেশ রক্ষার মহা আন্দোলনের সূচনা হবে হাতিছড়া বনদূর্গা মন্দির প্রাঙ্গণে।
সূর্যের অস্বাভাবিক আদ্রতা ও উষ্ণায়ণ যা অতি উদ্ধেগজনক ও ভবিষ্যত ভয়াবহাতার পথে। পরিবেশে শীতলতার শূণ্যতা এবং প্রখরতার হাত থেকে রক্ষা পেতে একমাত্র প্রয়োজন গাছের ছায়া।
কিন্তু দূভার্গ্যবশত গাছের সংখ্যা পৃথিবীতে পর্যাপ্ত নয়। ভবিষ্যত প্রজন্মের সুরক্ষায় জাগ্রত হতে হবে অনতিবিলম্বে।
বৃক্ষের হার বৃদ্ধি করতে নামতে হবে দায়িত্বশীল বৃক্ষ আন্দোলনে। এই আন্দোলনের আগামী রবিবার কাছাড়ের ঐতিহ্যবাহী বনদূর্গা মন্দির প্রাঙ্গণে সূচনা হবে।
পরিবেশ রক্ষার আন্দোলনের সূচনা করার উদ্যোগ নিয়েছে সবুজ সৈনিক মঞ্চ।
সকাল দশটায় মন্দির প্রাঙ্গণে বৃক্ষপূজন ও রোপণ সহ পরিবেশ প্রার্থনা কার্যক্রমের মাধ্যমে সবুজায়ণ আন্দোলনের শুভ সূচনা হবে।
এই আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন সবুজ সৈনিক মঞ্চে আহ্বায়ক সহ বন দূর্গা মন্দিরের সেবাইত সীতারাম গোস্বামী।