আসাম বিশ্বনাথ, ১৮ সেপ্টেম্বর : ভ্রমন ভিসা এসে ধর্ম প্রচারের অভিযোগে আসামের বিশ্বনাথ জেলার জিনজিনিয়া পুলিশ শনিবার গ্রেফতার করলো ১৭ বাংলাদেশী নাগরিককে।
বিশ্বনাথ জেলার এসপি নবীন সিং জানিয়েছেন, ধৃত বাংলাদেশী নাগরিকরা ভিসা নিয়ম লঙ্ঘন করে গত কয়েকদিন ধরে জেলার জিনজিয়া থানার অন্তর্গত বাগমারি এলাকায় ক্যাম্প করে ছিলেন।
পশ্চিমবঙ্গের কোচবিহার সীমান্ত দিয়ে গত আগস্ট মাসে ভারতে প্রবেশ করেছিল ধৃত বাংলাদেশি নাগরিকরা, এরপর তারা আসামে প্রবেশ করে এবং রাজ্যের দক্ষিণ শালমারা জেলার কিছু জায়গায় যায়।
এই দলের নেতৃত্ব দেন একজন ধর্মীয় শিক্ষক আশরাফুল আলম, যিনি বাংলাদেশের শেরপুর জেলার বাসিন্দা। পুলিশ জানায়, ওই জেলার কয়েকটি প্রত্যন্ত গ্রামে দলটি ধর্ম প্রচার শুরু করে, পুলিশের রাডারে চলে আসায় তাদেরকে আগেই ডাকা হয় দক্ষিণ সালমারার ফকিরগঞ্জ থানায়।
সেই সময় ওই বাংলাদেশি নাগরিকদেরকে পুলিশ শর্ত দেয়, তারা এই শর্তে রাজি হয় এবং জানায় যে তারা আজমির শরিফের দিকে যাচ্ছে।
কিন্তু কিছু দিন পর, তারা আবার আসামে ফিরে আসে এবং এবার বিশ্বনাথ জেলার বাগমারার নদীতীরবর্তী এলাকায় ধর্মীয় কার্যক্রম শুরু করে বলেন জানান বিশ্বনাথ জেলার এসপি নবীন সিং।
পুলিশ কর্মকর্তা আরও জানান যে বাংলাদেশি ওই দলটি নদীপথে অভিযান চালানোর জন্য বেছে নিয়েছিল। বাংলাদেশী নাগরিকরা ভ্রমন ভিসায় নিয়ে ভারতে এসে ধর্মীয় প্রচার চালিয়ে যাচ্ছিল যা ভিসার নিয়ম লঙ্ঘন হয়েছে।
জেলার এসপি নবীন সিং বলেন, আমরা তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছি এবং তাদের ভিসা বাতিল করার প্রক্রিয়াও শুরু করেছি। উল্লেখ্য যে, আসাম পুলিশ গত কয়েক মাসে রাজ্যে সন্ত্রাসী মডিউল চালানোর অভিযোগে প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে।