এবারও হাইলাকান্দিতে উদযাপন করা হবে ঈদে মিলাদুন্নবী, বেরোবে জৌলুসে মোহাম্মদী শান্তি মিছিল  

Spread the love

হাইলাকান্দি থেকে মোস্তাফা এ মজুমদার, ১৯ সেপ্টেম্বর : বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়ার্থে শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করাই হলো ঈদে মিলাদুন্নবী।

নবী রাসূল প্রেরণের ক্রমধারায় শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:) এর আর্বিভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার,  পয়গম্বর হযরত ঈসা (আঃ)-এর পর দীর্ঘদিন পর্যন্ত এ ধরায় নবী রাসূলের আগমন ঘটেনি।

এমতাবস্থায় বিশ্বের সর্বত্রই অত্যাচার-অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা ও সামাজিক দন্দ্ব-সংঘাতের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। সেই চরমতম মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগে আবির্ভূত হয়েছিলেন মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

হজরত মোহাম্মদ (স:) এর জন্মদিনটি সারাবিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। আগামী ৯ অক্টোবর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনটি প্রতিবারের ন্যায় এবারও সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে এ দিনটি উদযাপনের উদ্দেশ্যে আজ হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির   জেলা সদরের সিরাজপট্টীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির স্থায়ী সভাপতি মওলানা আখতার হোসেন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথিরা বিশ্বনবী হজরত মোহাম্মদ (স:) এর জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রতিবারের ন্যায় এবারও হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানান।

হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির অধীনে ৩৯ টি আঞ্চলিক কমিটির সহযোগিতায় এবারে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন সমগ্র হাইলাকান্দি শহর পরিক্রমা করে জৌলুসে মোহাম্মদী শান্তি মিছিল বের করার কথাও জানান তাঁরা।

এদিনের সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা ক্বারী ফয়েজ উদ্দিন চৌধুরী, মওলানা নাসির উদ্দীন লস্কর, মওলানা কাহির উদ্দিন মজুমদার, মওলানা মকবুল হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মীরা, আলতাফ হোসেন লস্কর। তাছাড়া বক্তব্য রাখেন ময়নুল ইসলাম মাঝারভূইয়া, মওলানা জসীম উদ্দীন মজুমদার, সহসভাপতি ক্বারী নূর আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক এসএমএম হাসান আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম বড়ভূইয়া, সহসম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token