হাইলাকান্দি কংগ্রেস ভবনে সংখ্যালঘু শাখার সভায় ভোট না দেওয়ার আহ্বান : সালমান খান
মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : অসমের সংখ্যালঘুরা এআইইউডিফ দলে যতদিন ভোট দিবেন বিজেপিও ততদিন ক্ষমতায় বহাল থাকবে, কারণ আজমল বিজেপির বি টিম হয়েছে কাজ করছেন।
হাইলাকান্দির এআইইউডিফের বিধায়করা বিভিন্ন সিন্ডিকেটের সঙ্গে জড়িত!
বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের আয়োজিত জনসভায় এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান।
তিনি বর্তমান পরিস্থিতিতে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ জানিয়ে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।
বলেন, বিজেপি সরকারের সময়ে রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।
আসন্ন লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপি চিরতরে বিদায় হবে বলে জানান কংগ্রেসের সংখ্যালঘু নেতা সালমান খান।
তাছাড়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আগামী নির্বাচনে এআইইউডিফ দলকে বিসর্জন দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন বিজেপি এবং এআইইউডিফ একই মুদ্রার এপিঠ ওপিঠ, বিজেপির অক্সিজেন যোগান দেয় এআইইউডিফ নামের রাজনৈতিক দল।
আগামী লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে এআইইউডিফ দল একদম ধুলিস্মাৎ হয়ে যাবে।
এআইইউডিফ দলসুপ্রিমো মওলানা বদর উদ্দিন আজমলও ধুবড়ী লোকসভা সমষ্টিতে পরাজিত হবেন বলে জানান সালমান খান।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সম্পাদক আনাম উদ্দিন মজুমদার, সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক আলী আহমেদ লস্কর, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদ উদ্দিন তালুকদার, শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর।
এছাড়াও এপিসিসির সদস্য দিলোয়ার হোসেন, সামসুল ইসলাম বড়লস্কর,আনাম উদ্দিন লস্কর, প্রদেশ মহিলা কংগ্রেসের সম্পাদিকা রুমিনা বেগম মজুমদার প্রমুখ।
এদিনের সভা পরিচালনা করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, এদিন সভায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রতিটি বিভাগের পদাদিকারিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে এপিসিসির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খানের হাত ধরে প্রায় কুড়িজনের অধিক এআইইউডিফ ত্যাগ করে কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।