দুল্লভছড়া, ২০ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার দুল্লভছড়াতে একটি সাব-রেজিষ্টার অফিস স্থাপনের উদ্দ্যেশ্যে রাজ্যের মূখ্যমন্ত্রী ডা: হিমন্ত বিশ্বশর্মা ও রাজস্বমন্ত্রী যোগেন মোহনকে চিঠি লিখলেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারl
চিঠিতে তিনি উল্লেখ করেন দুল্লভছড়া ভেটারবন্দ, সিংলাছড়া, নিভিয়া, চেরাগী ও রংপুর এলাকার কয়েক শতাধিক জনগণ রয়েছেন, তাদের স্বার্থে দুল্লভছড়ায় সাব রেজিষ্টার অফিস স্থাপন খুবই প্রয়োজন।
বিধায়ক বিজয় মালাকারের তরফে মন্ত্রী যোগেন মোহনের হাতে চিঠিটি তুলে দেন জিডিপিসিএফ সভাপতি অংশুমান পালl কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যে যেহেতু বিধায়ক বিজয় মালাকারের সরকার, সেখানে চিঠি লেখার কি প্রয়োজন থাকতে পারে?
সদিচ্ছা থাকলে তিনি নিজে ব্যাক্তিগত ভাবে মুখ্যমন্ত্রী এবং রাজস্বমন্ত্রী যোগেন মোহনের সাথে কথা বলে সাব রেজিষ্টার অফিস স্থাপন স্থাপন করতে পারেন।
তকে কি জনগণকে বোকা বানানোর বিধায়ক বিজয় মালাকারের এটা একটা কৌশল মাত্র? যা সাধারণ মানুষ অথবা বিরোধী দলের বিধায়কদের ক্ষেত্রে মানায়, এলাকার জনগনের মধ্যে এ নিয়ে চলছে আলচনা-সমালচনা।