গণআওয়াজ, হাইলাকান্দি প্রতিনিধি : স্কুল ভবন নির্মাণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমান লস্কর।
ফয়জুরের অভিযোগ, রাহমানিয়া এম ই স্কুলের ভবন নির্মাণে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ হলেও প্রধান শিক্ষক জামিল আহমদ বড়ভূইয়া ব্যাপক দুর্নীতি আশ্রয় নিয়েছেন।
এমনকি নির্মাণ কাজে পরিচালন কমিটিকে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না।
সরকারি গাইডলাইন উপেক্ষা করে অত্যন্ত নিম্নমানের ভবনের নির্মাণের কাজ হচ্ছে জানান সভাপতি ফয়জুর।
তিনি দুর্নীতির প্রতীবাদ করায় প্রধান শিক্ষক জামিল গভীর রাতে তাঁর ঘরে গিয়ে পিস্তল দেখিয়ে প্রাণে মারার হুমকিও দিয়েছেন জানান ফয়জুর।
এমন কি পিস্তল ধরে চেক বুক এবং চালানে তাঁর স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা তুলা হয়েছে বলে জানান তিনি।
এনিয়ে ফয়জুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলাও করেছেন।